EC Council - ইসি কাউন্সিল থেকে হ্যাকিং কোর্স করার নিয়ম

কোর্স করার আগে কোর্স করার নিয়ম জেনে নিবেন। অনেকেই আছেন যারা ইসি কাউন্সিল থেকে হ্যাকিং কোর্স করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন কোর্স দিয়ে শুরু করবেন। আবার অনেকেই আছেন যারা ইনবক্সে নক দিয়ে বলেছেন “ভাই CEH এর কোর্স করার পর ইসি কাউন্সিলে পরীক্ষা দিলাম, সার্টিফিকেট পেলাম। কিন্তু ভাই মনে হচ্ছে হ্যাকিং এর কিছুই পারিনা। আমার নিজের কাছেই মনে হচ্ছে আমার এই সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না”। 


আসলে আমাদের মাঝে সঠিক গাইডলাইনের অভাব। যার কারনে আমরা যখন যার কাছ থেকে যেটা শুনছি সেটা নিয়েই পড়ে আছি। ভার্সিটির টিচাররাও যে মাঝে মাঝে ভুল তথ্য দিবে, তা কিন্তু স্বাভাবিক, এতে বিচলিত হওয়ারও কিছু নেই। ভুল সবারই হয়। কথা হচ্ছে আমাদের আশেপাশে অনেক এক্সপার্টরা আছে, তারা নিজেরা অনেক সময় জেনে থাকলেও কারো কাছে শেয়ার করতে চায় না, আবার হয়তো জানেও না, কিন্তু টপিকসগুলোতে তারা ঠিকই এক্সপার্ট। আজকে আমি শেয়ার করব, যারা ইসি কাউন্সিল থেকে কোর্স করতে চান বা ইসি কাউন্সিলে পরীক্ষা দিতে চান, তারা আসলে কোন কোর্স দিয়ে শুরু করবেন। কিভাবে শুরু করবেন। হ্যাকিং দুনিয়ায় পা রাখতে হয় বলতে গেলে আপনার Certified Ethical Hacking (CEH) এর কোর্স এর মাধ্যমেই শুরু করতে হবে। অনেকেই ইনবক্সে বলেন, ভাই ভার্সিটি থেকে এথিক্যাল হ্যাকিং এর কোর্স করলাম, ইউডেমি থেকে বা অন্য কোথাও থেকে এথিক্যাল হ্যাকিং এর কোর্স করে ইসি কাউন্সিলে পরীক্ষা দিলাম, কিন্তু মনে হচ্ছে কিছুই পারিনা বা এই সার্টিফিকেট দিয়ে আমি জব ইন্টারভিউতে টিকতে পারব না। কি করব ভাই সাজেশন দেন।

 আপনি যদি Certified Ethical Hacking (CEH) এর কোর্স করতে চান, তাহলে আপনাকে এই ৩ টি ধাপ ফলো করতে হবে। যদি ধাপ গুলো ইসি কাউন্সিলের কোর্স এর ভাষায় বলি , তাহলে এই ৩টি ধাপ – স্টেপ 

১। Certified Network Defender (CND)  

২। Certified Secure Computer User (CSCU)  

৩। Certified Ethical Hacking (CEH) Certified Network Defender (CND)

মানে নেটওয়ার্কিং এর খুটিনাটি। আমি আগের একটা পোস্টে বলেছিলাম, হ্যাকিং জগতের জন্য নেটওয়ার্কিং জানা টা আবশ্যক। তেমনি ঠিক ইসি কাউন্সিলের কোর্স করার আগে আপনি যেভাবেই পারেন নেটওয়ার্কিং এর খুটিনাটি শিখেন বা সরাসরি Certified Network Defender (CND) কোর্সটি ইসি কাউন্সিল থেকে করে নিতে পারেন। Certified Network Defender (CND) কোর্সটি হয়ে গেলে বা নেটওয়ার্ক এর খুটিনাটি জানা হয়ে গেলে আপনি স্টেপ ২ তে যেতে হবে।

 স্টেপ ২ তে আছে Certified Secure Computer User (CSCU), এর মানে হচ্ছে আপনি আপনার নিজের কম্পিউটার বা আপনি যে অফিসে জব করেন সে অফিসের সকল কম্পিউটার এবং নেটওয়ার্ক কিভাবে সিকিউর রাখবেন, সেটার উপর তৈরি করা কোর্স। আপনাকে কোনো প্রতিষ্ঠানে হ্যাক করার জন্য জব দিবে না, আপনাকে সকল সিস্টেম কে সিকিউর রাখার জন্যই জব দিবে। আপনি জাস্ট হ্যাকিং করতে জানেন, কিন্তু কিভাবে আপনার নিজের সিস্টেম কে সিকিউর রাখবেন তা কিন্তু আপনার জানা নেই। 

এবার প্রশ্ন আপনার কাছে - আপনি কারো কাছ থেকে শুনে আর হুশ নাই সোজা গিয়ে Certified Ethical Hacking (CEH) কোর্সটা করে বসলেন। ইসি কাউন্সিল থেকে সার্টিফিকেটও নিয়ে নিলেন। যেখানে Certified Ethical Hacking (CEH) কোর্স মানে হচ্ছে হ্যাকিং করা, সেখানে আপনি একটা কোম্পানী কে কিভাবে সিকিউরিটি দিবেন? কিভাবে একটা কম্পিউটার বা নেটওয়ার্ককে সিকিউরিটি দিবেন? আপনাকে কি হ্যাক করার জন্য জব দিবে নাকি আপনাকে জব দিবে সিকিউরিটি দেওয়ার জন্য? ভাবুন তো উত্তর টা কি হবে? উত্তরটা নিজেই নিজেকে দিন। হ্যা, আপনাকে বিভিন্ন সিস্টেমের দুর্বলতা খুজে বের করতে হবে হ্যাক করার মাধ্যমেই। কিন্তু হ্যাক করার পাশাপাশি নিরাপত্তার বিষয় জানা নাই আপনার, তাহলে বিষয়টা কেমন হয়ে গেলো না? সেক্ষেত্রে বলা যায়, সিকিউরিটি দিতে হলেও আপনাকে হ্যাকিং টা জানতে হবে। তার জন্য Certified Ethical Hacking (CEH) টা জানা অত্যন্ত জরুরী। স্টেপ ৩- Certified Ethical Hacking (CEH), এই স্টেপে এসে আপনি Certified Ethical Hacking (CEH) কোর্সটা করে নিন। এই কোর্সটা দিয়েই আপনি হ্যাক করবেন এবং সিস্টেমের দুর্বলতা খুজে বের করবেন। এভাবে ৩ টা স্টেপ পার করার পর আপনি আর নিজেকে এটা বলতে পারবেন না যে আপনি কিছু জানেন না। এই ৩ টা স্টেপ পার করার পর আপনি জব এর জন্য নিজেকে প্রস্তুত বলতে বেশি ভাবতে হবে না। কয়েক সেকেন্ড এর জন্য ধরে নিন এই ৩ টা স্টেপ আপনি শিখে ফেলেছেন। এবার নিজে থেকে লিস্ট করুন আপনি কি কি শিখে ফেলেছেন বা কি কি শিখা হবে আপনার এই ৩ টা স্টেপ শিখার পর – নেটওয়ার্ক এর খুটিনাটি, নেটওয়ার্ক সিকিউরিটি, যেকোনো সিস্টেমের দুর্বলতা খুজে বের করা, পুরো একটা অফিসের কম্পিউটার এবং নেটওয়ার্ক এর নিরাপত্তা, ইমেইল সিকিউরিটি, কমিউনিকেশন সিকিউরিটি, সিকিউরিটি দেওয়া, সিকিউরিটি হ্যাক করা, এতো কিছু শিখার পর মনে হয় আপনি জব মার্কেটে পিছিয়ে পরবেন? নাকি শুধু CEH শিখে সামান্য হ্যাক করতে পেরে জব মার্কেটে টিকতে পারবেন বলে মনে হয়? উত্তরটা আপনার নিজের কাছেই রেখে দিন। কিন্তু আমাদের মাঝে ৯৯% রা ই এই ব্যাপারটা জানি না যে আমাদের Certified Ethical Hacking (CEH) এর সার্টিফিকেটটা পরিপুর্নতা পাবে কিভাবে? আজকে যা শেয়ার করলাম, এই ৩ টা স্টেপ ফলো করলেই আপনার Certified Ethical Hacking (CEH) সার্টিফিকেট টা পরিপুর্নতা পাবে। এই ৩ টা স্টেপ যদি আপনি আমার দেওয়ার দেওয়া সিরিয়াল মোতাবেক শিখেন, তাহলে বেস্ট হয়। আর যদি উলটা পালটা করে শিখেন, তাও চলে। তবে সবার আগে Certified Network Defender (CND) বা নেটওয়ার্কিং সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে নিবেন। তারপর Certified Secure Computer User (CSCU) বা Certified Ethical Hacking (CEH) যেটাই করেন না কেন, মুলত এই ৩ তা কোর্স মাস্ট কমপ্লিট করবেন। ব্যস, জবের প্রতি কনফিডেন্ট চলে আসবে আপনার। তবে এই কোর্সগুলো আপনাকে ইসি কাউন্সিল থেকেই শিখতে হবে তা কিন্তু না, আপনি যেখান থেকে ইচ্ছা শিখেন, তবে এই মেথড টা ফলো করেন। কনফিডেন্ট চলে আসবে, গ্যারান্টি দিচ্ছি। যেখান থেকে ইচ্ছা শিখুন, তারপর ইসি কাউন্সিলে জাস্ট এক্সাম দিয়ে সার্টিফিকেট নিন। তাহলেই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলোতে ভাল জায়গা করে নিতে পারবেন। কারন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলো আপনার এই সার্টিফকেটগুলো দেখবে, ভার্সিটির সার্টিফিকেট দেখবে না জবের সময়। পরবর্তী পোস্টে যা শেয়ার করব- আপনি যদি গুগলে CEH Salary লিখে সার্চ করেন, তাহলে দেখা যাবে গুগল দেখাচ্ছে CEH এর জন্য আপনাকে এক বছরে স্যালারি দিবে ৯০ হাজার ডলারস। কিন্তু আপনি CEH কোর্স করার পর আপনার মনে হচ্ছে বছরে ৯০ হাজার ডলার পাওয়ার যোগ্য না আপনি। তাহলে ইউরোপ আমেরিকাতে শুধু CEH সার্টিফাইড হলে কিভাবে ৯০ হাজার ডলারস বা তার বেশি সেলারি দেয়, সেজন্য আপনাকে কোন কোন বিষয়ে এক্সপার্ট হতে হবে, পরবর্তী পোস্টে তা উল্লেখ করবো। আশাকরি ততক্ষন অব্দি সাথে থাকবেন। সাথে না থাকলেও সমস্যা নাই, তাতে আমার কিছুই আসে যায় না। 😉 😉 😉

No comments

Powered by Blogger.